ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে চার পরিবহন কাউন্টার ও বিভিন্ন সিএনজি থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার পৌর শহরের বিভিন্ন কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এই অভিযান পরিচালনা করেন। শাহেদ আরমান বলেন, ??অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি ও শাহী বাস সার্ভিস এবং চাঁদপুরগামী বিভিন্ন সিএনজি চালককে পৃথক মামলায় ৩১ হাজার টাকা জরিমানার করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিধান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিআরটি এর পরিদর্শক কামরুজ্জামান, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত