জাতীয়তাবাদী ওলাম দল শ্যামনগর উপজেলার শাখার আহ্বায়ক কমিটিতে কারী রবিউল ইসলামকে আহ্বায়ক ও হাফেজ আমিনুর রহমানপক সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ৬ জন যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন- মাওলানা মহিউদ্দিন খান, হাফেজ আবুবকর, মাওলানা আনিছুর রহমানম, মাওলানা আবুবক্কার সিদ্দিক, মাওলানা ওবায়দুল্লাহ ও মুফতি ইস্ত্রফিল হোসেন, অনন্য সদস্যরা হলেন, মাওলানা আবুজাফর হোসাইন, মাওলানা আব্দুল হাই, মাওলানা আবু সাইদ, মাওলানা আবুবকর মিদ্দিক, মাওলানা আসাফুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ শওকত হোসাইন, মাওলানা আবুমুছা, মাওলানা খল্লিলুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন। সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক খায়ুরজ্জামান রনজু এ কমিটির অনুমোদন দিয়েছেন।