ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মদ ও গাঁজা জব্দ

মদ ও গাঁজা জব্দ

ফেনীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার হয়েছে। গত শনিবার রাতে ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী তারাকুচা ও মধুগ্রাম এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ৫৯ কেজি ভারতীয় গাঁজা ও ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জেলার ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর তারাকুচা ও মধুগ্রামের নব্বইনালি এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে। বিজিবি’র অভিযান টের পেয়ে মাদককারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ ফেলে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৯ কেজি ভারতীয় গাঁজা ও ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত