ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকা টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকা টোল আদায়

ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফেরার শেষ দিনে যমুনা সেতুতে পৌনে ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। স্বাভাবিকের চেয়ে তিনগুণের বেশি যানবাহন পারাপারে এ টাকার টোল আদায় হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তর-দক্ষিণাঞ্চলের সরকারি বেসরকারিসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ ঈদ আনন্দের পরদিন থেকেই ঢাকাসহ অন্যান্য স্থানে ফেরা শুরু করেছেন। এ শেষ দিন স্বাভাবিকের চেয়ে বেশি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উভয় টোলপ্লাজায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ১৪ হাজার ৮৭২ এবং ঢাকামুখী লেনে ২৭ হাজার ৯২৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহনের মধ্যে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা এবং পশ্চিমপাড় টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত