গতকাল রোববার সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব রায়াপুর গ্রাম থেকে মা রুবী বেগম (৫৫) ও ছেলে আসাদ মাঝি (৩৫) এর লাশ একই রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। রুবী বেগমের দেবর শান্ত মির্জা বলেন, সকালবেলা কলাবাগানে পানি দিতে গিয়ে বাগানের ভিতর থাকা একটি রেইন্ট্রি গাছের সঙ্গে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পেয়ে স্থানীয়দের ডাক দেই। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত রুবি বেগম ওই এলাকার হানিফ মাঝির দ্বিতীয় স্ত্রী ও আসাদ মাঝি তার ছেলে। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে এ ঘটনার আগের দিন থেকে রুবী বেগমের অন্য দুই ছেলে আহাদ মাঝী ও সোহাগ মাঝী নিখোঁজ রয়েছে। এ বিষয়ে নলছিটি থানার ওসি আবদুস সালাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।