পাবনার ঈশ্বরদীতে ইফতারে মোরগ-পোলাও খেয়ে ৭০ জন অসুস্থ হয়ে পড়া সেই ইফতার সরবরাহকারী প্রতিষ্ঠান ঈশ্বরদী স্টেশন রোডের ঢাকা বিরিয়ানি হাউজসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার। গতকাল রোববার পাবনার ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫টি কাউন্টার, ৪টি বাস এবং ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮০ (আশি) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকারের চলমান এ অভিযানে দাশুড়িয়ার ট্রাফিক মোড় এলাকার বিভিন্ন বাসের টিকিট কাউন্টার ও রমজান মাসে ইপ্তারে মোরগ পোলাও খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সেই মোরগ পোলাও সরবরাহকারী স্টেশন রোডের ঢাকা বিরানি হাউজসহ ঈশ্বরদী বাজারের ৩টি রেস্টুরেন্টে অভিযান চালান ভোক্তা অধিকার।
এ সময় ৫টি টিকিট কাউন্টার ও ৪টি বাসে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫০ হাজার এবং ৩টা রেষ্টুরেন্ট থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেন তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তীতে অত্যাধিক যাত্রীর চাপে এখানকার কাউন্টারগুলি দুরবর্তী বিভিন্ন জেলা থেকে গাড়ি এনো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০-১৫০ ভাড়া আদায় করছে।