গতকাল রোববার ১১ ব্যাটলিয়ান বিজিবি’র নিয়মিত টহল দল জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা এই সব গরু জব্দ করে। বিজিবি সূত্র আরো জানায়, ১১ বিজিবি অধিনস্থ জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা সীমান্ত সড়ক সংলগ্ন হাতিরডিভা নামক স্থান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের দিকনির্দেশনায় এই সব বার্মিজ গরুগুলো জব্দ করেন।
১১ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।