জামালপুরের সরিষাবাড়ীতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি চাঁন মিয়া চানু মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শেখ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক হুমায়ুন কবীর তালুকদার কবীর, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, এমএ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস ছামাদ প্রমুখ।