হবিগঞ্জের বাহুবল উপজেলায় জলাশয় ইজারার সময়কাল নিয়ে বিরোধের জেরে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। দ্বিতীয় দফা সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার স্নানঘাট বাজারে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত শনিবার রাত ৮টায় প্রথম দফা সংঘর্ষে জবেদ আলী নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ জানায়, স্নানঘাট গ্রামের নায়ের আলীর নিকট থেকে একটি জলাশয় ইজারা নেন একই গ্রামের আইয়ুব আলী। ইজারা গ্রহীতার দাবি তিনি ৩ বছরের জন্য পুকুরটি নিয়েছেন, আর ইজারাদাতা বলছেন ১ বছরের জন্য। এদিকে, ইজারাদাতা নায়ের আলীর পক্ষ নেন ইজারা গ্রহীতা আইয়ুব আলীর সহোদর জাবেদ আলী। এনিয়ে মতবিরোধের জেরে শনিবার রাত ৮টায় প্রতিপক্ষের লোকজন জাবেদকে ছুরিকাঘাত করলে ঘণ্টাখানেকট সংঘর্ষ হয়।
ছুরিকাহত জাবেদ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে, গতকাল রোববার ভোর ৬টায় দুপক্ষ ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুপক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকেন। বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম এ সব তথ্য দিয়েছেন। তিনি বলেন, পুকুর ইজারার সময়কালী নিয়ে বিরোধের জেরে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থল নিয়ন্ত্রণে রয়েছে এবং দাঙ্গায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।