ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। থামার কোনো নামগন্ধ নেই। প্রতিদিনই ঝরছে শত শত প্রাণ। বাদ যাচ্ছে না নারী-শিশুরাও। ওই দিকে বিশ্বমোড়লরা নাক ডেকে ঘুমাচ্ছে। তাদের ‘ঘুম ভাঙাতে’ গতকাল সোমবার বাংলাদেশের জেলায় জেলায় ফুঁসে উঠেছে জনতা। দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী : বিক্ষোভে ফেটে পড়েছেন নরসিংদীর ছাত্র-জনতা। সকাল ১০টা থেকে দুপুর ১টা অবধি শহরের প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। সকাল থেকেই শহরের শিক্ষাচত্বর মোড়ে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। ছাত্র-শিক্ষক, অভিভাবক ও অন্যান্য পেশাজীবীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি নরসিংদী প্রেসক্লাব এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে গিয়ে অবস্থান নেয়। পরে বেলা সোয়া ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন, হামলার বিচার দাবিসহ অন্যান্য স্লোগানে মুখরিত হয় বিক্ষোভস্থল। গাজাকে রক্ষার পাশাপাশি দাবি ওঠে ইসরাইলের বিচারের। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক ছেড়ে যায় বিক্ষোভকারীরা।

নোয়াখালী : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অপরাধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে। ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়।

রাজবাড়ী : সকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শত শত ছাত্র-জনতার অংশগ্রহণে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা কোর্টচত্বর মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের নিহত ও আহতের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। এ সময় বিক্ষোভকারীরা জানান, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের ওপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের ওপর নারকীয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।

কুড়িগ্রাম : সারা দেশের মতো কুড়িগ্রাম জেলা শহরের শাপলাচত্বরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তার আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে হাজারো মুসলিম জনতা ও শিক্ষার্থী প্রতিবাদী স্লোগান নিয়ে মিছিলে অংশ নেয়। ‘ধর্মপ্রাণ মুসলমান’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে নির্বিচারে মানুষ হত্যার জন্য ইসরাইলের প্রতি ধিক্কার জানানো হয়। একই সঙ্গে নজিরবিহীন এই হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধ করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়। একই দাবিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তারা জেলা শহরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

খাগড়াছড়ি : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বন্ধের দাবিতে খাগড়াছড়ির জেলার নয় উপজেলায় বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামি দল ও ধর্মপ্রাণ মুসলিমগণ। জেলার সদর উপজেলা, মাটিরাংগা, মানিকছড়ি, মহালছড়ি, দিঘিনালা, পানছড়ি, গুইমারা, রামগড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ বক্তারা ইসরায়েলি হামলা বন্ধ, ফিলিস্তিন ভূমি দখলের আগ্রাসন বন্ধ করার দাবির পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানান।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : নিরপরাধ নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা ও হামলা বন্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সকালে চৌদ্দগ্রাম সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবীতে বিভিন্ন স্লোগান দেন। এবং মুসলিম সম্প্রদায়কে একত্রিত হয়ে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের এমএম শপিং কমপ্লেক্স এর সামনে থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে।

কয়রা (খুলনা) : ফিলিস্তিনিদের ওপর ইহুদি রাষ্ট্র ইসরাইলের বর্বর বিমান ও বোমা হামলায় প্রতিনিয়ত শত শত শিশু, নারী, পুরুষ প্রাণ হারাচ্ছে। ইসরাইলের হামলার প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামির উদ্দ্যোগে সকাল সাড়ে ১০টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যুদ্ধ বিরতি লংঘন করে যুদ্ধবাজ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসী হামলায় প্রতিদিন ফিলিস্তিনের গাঁজায় শিশুসহ অসংখ্য নিরীহ নারী পুরুষদের হত্যা করা হচ্ছে। ইসরাইলের আগ্রাসী বাহিনীকে রুখতে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে সমাবেশে বক্তারা হুশিয়ারি দেন। জাতিসংঘের মধ্যস্থতায় গাঁজায় দ্রুত যুদ্ধ বন্ধ করে ইসরাইলী বাহিনীর তৎপরতা রুখে দিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহবান জানিয়েছেন বক্তারা।

পূর্বধলা (নেত্রকোনা) : দুপুরে জোহরের নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করা হয়। এতে তৌহিদী জনতার ব্যানারে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রান মাসলমান বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাও. মো. মোশাররফ হোসেন খান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা জামাতে ইসলামি শাখার নায়েবে আমির মাসুম মোস্তফা, মাও. মো. আলমগীর হোসেন মিসবাহ্, মাও. মো. নূর মোহাম্মদ, মুফতি মাও. মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার আয়োজনে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজিত বিক্ষোভ মিছিলটি নবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেইটের সামনে এসে শেষ হয়। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদি হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী, সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ উল্লাহ, মাওলানা বেলায়েত উল্লাহ, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা সানা উল্লাহ প্রমুখ।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) : রামগঞ্জে ইসরায়েলী পণ্য যে দোকানে পাওয়া যাবে সে দোকানকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করে মাইকিং করা হয়েছে। সকাল হতে দুপুর পর্যন্ত সাধারণ জনগণের ব্যানারে বেশ কয়েকটি মাইকে এ মাইকিং করা হয়। আবদুর রহিম নামের মাইকিং করা এক যুবক জানান ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সর্বস্তরের জনগনের পক্ষ হতে এ মাইকিং করা হচ্ছে। এর আগে সকাল ১১টায় ফিলিস্তিনে বর্বর হামলা চালিয়ে হাজার হাজার মুসলমান নারী শিশু ও সাধারণ নিরীহ মানুষকে হত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রামগঞ্জে কয়েক হাজার জনগণ বিক্ষোভ প্রদর্শন করে এবং ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান।

রাঙামাটি : ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেছেন, ‘১৯৪৮ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিকতা আজ ভয়াবহ রূপ ধারণ করেছে। ফিলিস্তিনে মানবতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। নারীদের আর্তনাদ, শিশুদের কান্না বিশ্ব বিবেককে নাড়া দেয়ার মতো।’ পরে সকাল ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যকালে উপাচার্য বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা, শিশু ও নারীদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। একের পর এক চুক্তির নামে যেসব কূটনৈতিক প্রহসন চলছে, সেগুলো যেন কার্যকরভাবে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখে।’

পত্নীতলা (নওগাঁ) : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পত্নীতলায় সর্বস্তরের মুক্তিগামী তৌহিদী জনতার আয়োজনে নজিপুর বাস স্ট্যান্ডে গতকাল সোমবার গাঁজাবাসীদের আহুত হরতালের সমর্থনের একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ সময় বলেন ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় শিশু, নারীসহ হাজার হাজার নিরপরাধ মানুষ শহিদ হয়েছেন। ফিলিস্তিন আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ইসরায়েলের মানবতাবিরোধী এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক।

দেবহাটা (সাতক্ষীরা) : দেবহাটায় ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। শুরুতে মিছিলটি পারুলিয়া বাসস্টান্ড চত্বর থেকে শুরু হয়ে পারুলিয়া ও সখিপুর বাজার প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগনের উপর যে নৃশংস ও বর্বর হামলা ও নির্বিচারে গনহত্যা চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে এর বিরুদ্ধে একাত্ম হওয়ার আহবান জানান।

ভৈরব (কিশোরগঞ্জ) : তাওহীদী জনতার আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব ঈমাম উলামা পরিষদের সভাপতি আবদুল্লাহ আল আমিন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ রুবেল হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সিয়াম মিয়া প্রমুখ।

মুন্সীগঞ্জ : দুপুরে মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার ব্যানারে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ সংগঠটির অঙ্গ সংগঠনের নেতারা। বিক্ষোভ মিছিলটি জেলা শিল্পকলা একাডেমির চত্বর হয়ে মুন্সীগঞ্জ সুপার মার্কেট ঘুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয় এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার মুহতারাম সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী। জেলা শাখার সেক্রেটারি গাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন।

দুমকি (পটুয়াখালী) : ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে দুমকিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার জনতা কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পীরতলা বাজার প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় এসে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন (ডুসা) এর সভাপতি সাফায়েত সাগর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবির এর সভাপতি মো. মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা : গাজায় মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীদের মুখে মুখে শোনা যায় আবেগঘণ ও প্রতিবাদমূলক বিভিন্ন স্লোগান। বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড এলাকায় গাজাবাসীর জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সর্বস্তরের ছাত্র-জনতা। কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠন। বিক্ষোভকারীরা প্রথমে খুলনা রোডে মহাসড়ক অবরোধ করে, পরে মিছিল সহকারে নিউ মার্কেট মোড় সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান। কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, জেলা ওলামা পরিষদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একযোগে অংশগ্রহণ করেন।

বরগুনা : বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা সদরঘাট জামে মসজিদের সামনে শেষ হয়। পরে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বরগুনা ইসলামিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে ইজরাইলিদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। এছাড়া জোহরের নামাজ বাদ ইসলামী তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করে।

কক্সবাজার : দুপুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল। ওই সময় কক্সবাজার হোটেল-মোটেল জোন এলাকায় কেএফসিসহ ৫টি প্রতিষ্টানে ভাঙচুর চালায় মিছিলকারীরা। ভাঙচুরের সত্যাতা নিশ্চিত করে কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ‘ইজরায়েলি পণ্য রাখার অজুহাতে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়।

এ সময় কাঁচ লেগে কয়েকজন পর্যটক আহত হয়েছে। এদিকে কক্সবাজার শহরে দুপুর ১২টার দিকে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের শহিদ দৌলত ময়দান থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানিয়েছেন, পুলিশ মিছিলের আগে পিছে ছিল। মিছিলের দৈর্ঘ্য বেশ বেশি হওয়ায় মাঝখান থেকে কিছু অতি উৎসাহী মানুষ ইসরাইলে পণ্য রাখার অভিযোগে কয়েকটি রেস্টুরেন্টে পেপসির সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। কিছু দিল ছোঁড়ার ঘটনা ঘটেছে তবে মিছিলে উপস্থিত মুরুব্বিরা তাদেরকে তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে।

পেকুয়া : পেকুয়া বাজার থেকে একটি বিশাল মিছিল সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট চৌমুহনী গিয়ে শেষ হয়। সেখানে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন।

রামু : রামু বাইপাস চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, পুণ্যভূমি ফিলিস্তিনের গাজায় জায়নবাদী ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা পৃথিবীর ইতিহাসের সব নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে।

টাঙ্গাইল : সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এরআগে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়। ছাত্রছাত্রীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে। টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর একটি মিছিল ময়মনসিংহ রোড পার হয়ে ডিস্ট্রিক গেটে চলে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত