ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম মাধ্যম খ্রিষ্টান অ্যাসোসিয়েশন

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম মাধ্যম খ্রিষ্টান অ্যাসোসিয়েশন

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ কবির দ্ব্যর্থহীন ঘোষণার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মাহাত্ম্য ফুটে উঠেছে। আমাদের জাতীয় উন্নতি ও সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠভূমি হল বাংলাদেশ। এ দেশের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চেতনা লক্ষণীয়। তারই ফলপ্রসূতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর সঙ্গে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানসহ সবাই মিলেমিশে বসবাস করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে খ্রীষ্টান এসোসিয়েশন। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন একটি অরাজনৈতিক সামাজিক এবং দেশের খ্রিষ্টান নাগরিকদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংগঠন। বগুড়ায় সংগঠনটির কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। স্থানীয় পর্যায়ে এটি শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের নয়, বরং সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে দাঁড়িয়ে মানবতা, সহানুভূতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। এসোসিয়েশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে বিভিন্ন খ্রিষ্টান মণ্ডলীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সমঝোতা বৃদ্ধি, খ্রিষ্টিয় শিক্ষার সম্প্রসারণ, জাতীয় কৃষ্টি ও সংস্কৃতির পরিচর্যা, সব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নাগরিক অধিকার রক্ষা ও নেতৃত্ব গঠন, সামাজিক ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় আলোচনাসভা, সেমিনার, প্রশিক্ষণ ও স্বনির্ভর কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ অন্যতম। বগুড়া খ্রীষ্টীয় মণ্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, বাংলাদেশে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, আন্তরিকতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে এ এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত