রাজবাড়ীর গোয়ালন্দে সবুজ আলী নামে এক ব্যবসায়ীকে আটকে রেখে রাতভর নির্যাতনের পর মুক্তিপণের টাকা না পেয়ে হত্যার উদ্দেশে পদ্মার চরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ভুক্তভোগী সবুজ আলী পাবনা জেলার সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে। আটক তিনজন হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনুদ্দিন বেপারীপাড়ার লুৎফর বেপারীর ছেলে সাহিদুল ইসলাম, সামচু মাষ্টার পাড়ার মৃত সামচু মন্ডলের ছেলে সুমন মন্ডল এবং ঝিনাইদহ সদর থানার নারায়নপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন। মামলার বিবরণে জানা যায়, ব্যবসায়ী সবুজ আলী ব্যবসায়িক প্রয়োজনে গোয়ালন্দে আসেন। পরে দৌলতদিয়ায় গেলে তাকে কৌশলে পতিতালয় এলাকার একটি বোর্ডিংয়ে আটকে রাখা হয় এবং তার কাছে থাকা ১১ হাজার ৩ শত টাকা কেড়ে নেয়া হয়। পরে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আটকে রেখে নির্যাতন চালানো হয়। গত রেববার রাত ৮টার দিকে তাকে হত্যার উদ্দেশে চর মহিদাপুরের বালুচরে নিয়ে যাওয়ার সময় সবুজ আলী ইজিবাইক থেকে চিৎকার করে উঠলে স্থানীয়রা তিনজনকে ইজিবাইকসহ আটক করে। তাদের কাছ থেকে চাঁদাবাজির ১১,৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হেফাজতে নেয়। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল সোমবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।