ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ

মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ

মেলা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্রীড়া প্রেমীরা।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন ক্রীকেটার আসাদুর রহমান অনু। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান লিটন, ক্রিকেটার মাহামুদুল হাসানসহ ক্রীড়া সংগঠকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ক্রীড়াঙ্গন যদি টিকেয়ে রাখতে হয় তাহলে মাঠের কোন বিকল্প নেয়। অথচ জেলা স্টেডিয়াম মাঠে মেলার আয়োজন করা হয়েছে।

এটা দুঃখজনক। কারণ মেলা শেষে ঐ মাঠকে প্রস্তুত করতে দুই বছর সময় লেগে যাবে।

ক্ষতিগ্রস্ত হবে মাঠ। এছাড়া প্রথম বিভাগ ফুটবল ও ক্রীকেট লীগ ৯ বছর ধরে। আশা ছিলো মাঠে ফিরবে ক্রীকেট ও ফুটবল।

কিন্তু সেই মাঠে ক্রীড়া নয় আয়োজন করা হয়েছে মেলার। স্টেডিয়াম মাঠকে খেলার জন্য রেখে অন্য কোন মাঠে মেলার আয়োজনের দাবি তাদের। মাঠে খেলা ফিরিয়ে আনতে না পারলে আগামী প্রজন্ম মাদক ও অনলাইন জুয়ার দিকে ধাবিত হবে। যা কারো কাম্য নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত