ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৪৮ ঘণ্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

৪৮ ঘণ্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত রোববার রাতে খুলনার লবনছড়া এলাকা থেকে মো. জামাল হোসেন মোল্লা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের সার্বক্ষণিক তদারকিতে ও কোতোয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেন, নিহত খাদিজা আক্তার তার দোকানের কর্মচারী ছিলেন। তিনি খাদিজার কাছ থেকে ৩ লাখ টাকা হাওলাত নেন।

পরে খাদিজা বিয়ের চাপ দিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন। ঘটনার দিন রাতে খাদিজাকে রাঙামাটিতে এনে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে ও পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ব্যবহৃত ছুরিটি পাশের ওয়াই ব্রিজের নিচে নদীতে ফেলে দেন জামাল। পুলিশ পরে ছুরিটি উদ্ধার করে। নিহত খাদিজা আক্তার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী এলাকার বাসিন্দা। তার পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় পুলিশ প্রশাসনের উদ্যোগে রাঙামাটিতেই লাশ দাফন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত