সোনাগাজী নবাবপুর ইউনিয়নের মধ্যম সুলতান পুর নতুন জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজন নবীন, তরুণ যুবসমাজকে পাঁচ ওয়াক্ত নামাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে একটানা ৪০ দিন তাকবীরে উলার সঙ্গে মসজিদে নামাজ আদায়কারী প্রতিযোগী উত্তীর্ণদের মাঝে ৬ জন কিশোরকে ১টি করে সাইকেল এবং ১ জন বয়স্ক ব্যক্তিকে ১টি ফ্যান পুরস্কার হিসাবে প্রদান করা হয়। সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির। বিশেষ অতিথি ছিলেন ফতেহপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কেএম ফখরুদ্দিন প্রমুখ।