ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছোট ভাইদের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহত

ছোট ভাইদের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহত

কিশোরগঞ্জের ভৈরবে ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই মিজানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি পেশায় একজন পাদুকা ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকার সেনবাড়ির মতি মিয়ার চার ছেলের মাঝে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। সকালে নিহত মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্য বসত বাড়িতে একটি শৌচাগারের চাকতি স্থাপন করাকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত