কিশোরগঞ্জের ভৈরবে ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই মিজানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি পেশায় একজন পাদুকা ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকার সেনবাড়ির মতি মিয়ার চার ছেলের মাঝে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। সকালে নিহত মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্য বসত বাড়িতে একটি শৌচাগারের চাকতি স্থাপন করাকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে।