ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মুজিবনগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মুজিবনগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে এগারটার দিকে মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর গুড়িতলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বল্লভপুর এলাকায় অজ্ঞত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন অজ্ঞাত ওই নারী গত কয়েকদিন যাবত এলাকায় ঘোরাফেরা করছিল সে মানসিক প্রতিবন্ধী। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত