নওগাঁর পোরশায় রহস্যজনক দুই ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরু (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। কিছুদিন যাবত তাদের বাড়ির লোকজন বাহিরে যাতায়াত দেখতে পাচ্ছিল না।
এছাড়া বাড়ির মূল দরজায় বাহির থেকে তালা লাগানো ছিল। সকালে ঘরের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা ঘরের জানালার থাই গ্লাস খুলে দেখতে পান রেজিয়া এর লাশ দরজার কাছেই উপুর অবস্থায় মেঝোতে পড়ে আছে। পরে বিষয়টি থানা পুলিশে অবগত করা হয়। পরবর্তীতে পিবিআই এবং সিআইডির নেতৃত্বে পোরশা থানা পুলিশ স্থানীয় এলাকাবাসী ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। রেজিয়া খাতুনের লাশ মেঝেতে উপুর অবস্থায় এবং তার ভাই নুর মোহাম্মদের লাশ তার শয়ন কক্ষে পড়ে আছে। তাদের মৃত্য রহস্যজনক বলে মনে হচ্ছে। পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সকালে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়।