ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মৎস্য প্রকল্প নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধসহ আহত চার

গুলির খোসা উদ্ধার, গ্রেপ্তার তিন
মৎস্য প্রকল্প নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধসহ আহত চার

কুমিল্লায় মৎস্য প্রকল্পের জমির মালিকদের পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। গত সোমবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আহত ইয়াসিনসহ তিনজনকে গ্রেপ্তার ও ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানাপাড়া গ্রামের ৭-৮ জন যুবক তিনটি মোটরসাইকেল নিয়ে উত্তর হরিপুর গ্রামের মো. ইসমাইলদের বাড়ির নিকটে এসে তাকে ডেকে রাস্তায় নিয়ে এলোপাতারি গুলি শুরু করে। এতে ইসমাইল তার ভাই ইব্রাহিম ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। গুলিবিদ্ধরা হলেন, হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল, তার ভাই মো. ইব্রাহিম ও ওলানপাড়া গ্রামের মো. ইয়াসিন। এছাড়া সংঘর্ষে মোরশেদ নামের আরও একজন আহত হয়েছেন। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আহত ইয়াসিনসহ তিনজনকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। গ্রেপ্তার তিনজন হলেন, ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন। স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখি মৎস্য প্রকল্পে চার বছর ধরে মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এ নিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনের সঙ্গে জমির পোষাণীর টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে এ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত ইসমাইলের বাবা লনি মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত