কিশোরগঞ্জের ভৈরবে ২১১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতাকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ভৈরব পৌরসভার নিউ টাউন সিঁড়ির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও আটকদের সঙ্গে থাকা দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাশানি মধ্যপাড়া গ্রামের মৃত আ. মন্নাফ ভূইয়ার ছেলে বশির মিয়া (৩৩) এবং একই জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়া গ্রামের মো. সফি মিয়ার ছেলে মো. শাহিন (৩০)। র্যাব-১৪ সিপিসি-২-এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।