সিরাজগঞ্জের র্যাব-১২-এর যৌথ অভিযানে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জাইগীর বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সামইদিঘী গ্রামের আকবর আলী মেম্বারের ছেলে।
র্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জের হরিরামপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তিনি মানিকগঞ্জের ওই বাজারে অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গত সোমবার রাতে র্যাব-১২ ও র্যাব-৪-এর সিপিসি-৩-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।