ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা পরিষদের জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগে প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গত সোমবার বিকাল সারে ৪টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি জেলা পরিষদের খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকান স্থাপন করেছিলেন, যা এলাকাবাসীর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইয়াছিন আরাফাত রানা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অবৈধভাবে নির্মিত দোকানগুলো ভেঙে ফেলেন এবং দখলদারদের জমি ছেড়ে দেয়ার জন্য কঠোর নির্দেশনা দেন। এ বিষয়ে ইউএনও ইয়াছিন আরাফাত রানা বলেন- আমরা এই ধরনের কার্যক্রম বন্ধ করতে চাই, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ না করতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত