ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আ.লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা সিলগালা, ৪৮টি বন্যপ্রাণী জব্দ

আ.লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা সিলগালা, ৪৮টি বন্যপ্রাণী জব্দ

ময়মনসিংহ নগরীর জয়নুল আবদিন উদ্যানে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের একটি অবৈধ মিনি চিড়িয়াখানা থেকে ৪৮টি দশীয় বন্যপ্রাণী জব্দ করেছে বন্যপ্রাণী ইউনিটের একটি দল। এ সময় সিলগালা করা হয় মিনি চিড়িয়াখানাটি। গতকাল মঙ্গলবার ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমনের একটি ইউনিট এ অভিযান পরিচালনা করেন। খবরের সত্যতা নিশ্চিত করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটর পরিদর্শক নার্গিস সুলতানা।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে এখানে নিয়মবহির্ভূতভাব ৪৮টি দশীয় প্রাণী ছিল চিড়িয়াখানাটিত। এখান হতে ২৭টি আমরা নিয়ে যাচ্ছি। বাকিগুলা চিকিৎসার জন্য এখানই থাকব। এ অবৈধ চিড়িয়াখানাটিত আর দর্শণার্থী প্রবেশ করতে পারব না। চিড়িয়াখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে বন্যপ্রাণী রাখার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা রথীদ্র্র কুমার বিশ্বাস বলেন, এ চিড়িয়াখানায় একটি ভাল্লুকের শরীরে পচন ধরায় ও অতিরিক্ত দুর্বল থাকায় ভাল্লুকটির সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ভাল্লুকটির তত্ত্বাবধানে থাকবেন। জব্দকৃত প্রাণীগুলোর মধ্যে কিছু প্রাণীকে গাজীপুর সাফারি পার্কে রাখা হবে। বাকিগুলাক অবমুক্ত করা হবে। মিনি চিড়িয়াখানায় একজন কর্মী কামাল হাসান জানান, শরীরের বিভিন্ন অংশে পচন ধরা নিজেই কামড়ে ছিঁড় ফেলছে। স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতাল গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাও দেয়া হয়েছে। তাতে কাজ হয়নি। সূত্রমতে, ২০১৩ সালের দিকে নগরীর জয়নুল আবদিন উদ্যানের ভেতরে তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর পৃষ্ঠপোষকতায় মিনি চিড়িয়াখানাটি গড়ে তোলেন ময়মনসিংহ মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মাহবুবর রহমান দুলাল। হরিণ, ভাল্লুক, কুমির, হনুমান, গাধা, অজগরসহ ২৪ প্রজাতির প্রাণী ছিল চিড়িয়াখানাটিতে। মেছো বাঘের মৃত্যুর পর বর্তমান ২৩ প্রজাতির ১১৪টি প্রাণী আছে। ৩০ টাকার টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা চিড়িয়াখানাটিত ঢুকতেন।

এ বিষয়ে কথা হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা সিদ্দীকুর রহমানের সাথে তিনি জানান, সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ২ নম্বর প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলালের শ্যালকের নামে চিড়িয়াখানাটির জায়গা বরাদ্দ দেয়া হয়েছিল। নগরবাসীর অভিযোগ সাবেক মেয়র ও সিটি কর্পোরেশন সম্পত্তি কর্মকর্তা সিদ্দিকুর রহমান সরকারি জমি নামমাত্র লিজ দিয়ে এভাবে বন্যপ্রাণী রাখার আশ্রয় দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত