কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে মোহাম্মদ হোসেন (৬৩) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টায় কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জেরে অধিন সংরক্ষিত জঙ্গল থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত মোহাম্মদ হোসেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন জানায়, মোহাম্মদ হোসেন একজন শ্রমিক। বনের ভেতর থেকে লাকড়ি কুড়িয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার সকাল ১০টার দিকে লাকড়ি কুড়াতে তিনি বনের ভেতরে যান। কিন্তু সন্ধ্যার পরও তিনি ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। রাত ৯টায় সংরক্ষিত বনের ছড়ারকূল এলাকায় তার লাশ পাওয়া যায়। পরে বন বিভাগের লোকজন এসে নিহতের লাশটি উদ্ধার করে। এ সময় তার শরীরে হাতির আক্রমণের চিহ্ন পাওয়া যায়।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, সংরক্ষিত বনের ভেতর থেকে উদ্ধার করা নিহত মোহাম্মদ হোসেনের শরীরে হাতির আক্রমণের চিহ্ন রয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে ওইদিন সন্ধ্যার দিকে তিনি হাতির আক্রমণের শিকার হয়ে মারা গেছেন। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনের বেশ কয়েকটি জায়গায় হাতি অবস্থান রয়েছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই এসব হাতি খাবারের সন্ধানে মানুষের ঘরবাড়ি ও ফসলের ক্ষেতে আক্রমণ করে।