নওগাঁর পত্নীতলা উপজেলায় ইরিবোরো ধানের জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করেছে দুর্বত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার চকমোমিনপুর মাঠে কীটনাশক স্প্রে করা হয়। এতে ওই গ্রামের কৃষক দুই ভাই হেলাল হোসেন ও বেলাল হোসেনের ১২২ শতক জমিতে ধান বিনষ্ট হয়। ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে চকনিরখিন এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ, কৃষ্ণবল্লভ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে ফারুক হোসেন ও তার ভাই ফরিদ হোসেন এবং বরইল এলাকার আমিনুল ইসলামের ছেলে রুয়েল হোসেনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়’, দীর্ঘদিন থেকে কৃষক দুই ভাই হেলাল ও বেলাল ওই জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষকরা তাদের জমি বলে দাবি করে ধান কেটে নেয়ার হুমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার চকমোমিনপুর মাঠে কীটনাশক স্প্রে করা হয়। সকালে জমিতে গিয়ে দেখেন সূর্যের আলো পড়ে চকচক করছিল। ধানগুলো পুড়ে চিটাতে পরিণত হয়েছে। আর একমাস পর ধান কেটে বাড়ি উঠানো হতো। কিন্তু তার আগেই ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। কৃষক রবিউল বলেন, ছোট থেকে দেখে আসছি এই জমিগুলো বেলালেরা চাষ করছে। কিন্তু হঠাৎ করে কেন কীটনাশক দিয়ে ধানগুলো মেরে ফেলল তা বলতে পারছি না। এভাবে মেরে ফেলা ঠিক হয়নি। তাদের প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। প্রতিবেশী মেহেদী হাসান বলেন, ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে। কিন্তু তাই বলে ধান নষ্ট করবে এটা কেমন কথা। শুনছি বেলাল অভিযোগ দিয়েছে। আমার ধারণা তারা এবার ১০০ মণ ধান পাইতো। এখন ১০ টাকার ধানও পাবে না। আশা করছি বেলাল ক্ষতিপূরণসহ বিচার পাবে। ভুক্তভোগী কৃষক বেলাল হোসেন বলেন, আমাদের দাদার আমল থেকে চাষ করে আসছি। কিন্তু হঠাৎ করে বিবাদীরা তাদের জমি বলে দাবি করে ধান কাটতে হুমকি দেয়। তবে ধান কাটার হুমকি দিলেও তারা যে এভাবে কীটনাশক স্প্রে করে ধানগুলো নষ্ট করে দেবে, সেটা কল্পনা করিনি। ধারদেনার মাধ্যমে ফসল চাষ করেছিলাম। এখন আমাদের খুব ক্ষতি হয়ে গেল। থানায় অভিযোগ দিয়েছি। আশা করি সুষ্ঠু বিচার পাব।
অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, ওই জমিটি আমার ক্রয়কৃত। আমিই ধান লাগিয়েছিলাম। হেলাল ও বেলালসহ আর কয়েকজন বিষপ্রয়োগ করে ধানগুলো নষ্ট করে দিয়েছে। এখন উল্টো আমার দোষ দিচ্ছে। আমিও তাদের নামে মামলা করব। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু তালেব বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দুই অফিসারকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠিয়েছি। এখন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।