ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চুরি হওয়া শিশু উদ্ধার সন্দেহভাজন নারী আটক

চুরি হওয়া শিশু উদ্ধার সন্দেহভাজন নারী আটক

রাজবাড়ীর পাংশায় চুরি হওয়া তিন মাস বয়সী এক কন্যাশিশু এবং সন্দেহভাজন এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায় রাখা হয়েছে। গতকার মঙ্গলবার বেলা ১১টার দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি এসএম আবু দারদা শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভার মো. হাফেজ আলীর জিম্মায় হস্তান্তর করেন।

এ সময় জেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবাদত হোসেন উপস্থিত ছিলেন।

আটক নারী হালিমা আক্তার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

ইউএনও এসএম আবু দারদা বলেন, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে বিভিন্ন শর্তে ও নিয়ম অনুযায়ী জিম্মায় দেয়া হয়েছে। প্রকৃত অভিভাবকের খোঁজ মিললে শিশুটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

পাংশা উপজেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলাম বলেন, ‘শিশুটির প্রকৃত পরিবারকে শনাক্ত করতে আমাদের প্রচেষ্টা চলছে। অভিভাবকের পরিচয় নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকায় একটি বেসরকারি ক্লিনিকের সামনে ওই নারী শিশুটিকে নিয়ে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে দেয়া হয়। জিজ্ঞাসাবাদে নারীটি জানান, ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার একটি বস্তি থেকে তার স্বামী শিশুটিকে তার কাছে দিয়ে যান। পরে তিনি শিশুটিকে নিয়ে নিজ এলাকায় চলে আসেন।পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে চুরি করে আনা হয়েছে। বর্তমানে আটক নারী পুলিশ হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত