ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীতে ইজরায়েলি পণ্যর সাইন বোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার পানসি রেস্তোঁরার মালিক নুরুল আলম চৌধুরী বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা অজ্ঞাত আসামি সংখ্যা ৩ শ জন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।