ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সংযোগ সড়ক সংস্কারের দাবি

সংযোগ সড়ক সংস্কারের দাবি

ঝিনাইদহে ব্রিজের সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ব্রিজটি ঝিনাইদহের শৈলকূপা ও হরিনাকুন্ডুর সংযোগস্থল। গতকাল বুধবার ঝিনাইদহের চড়পাড়া ও মাইলমারী গ্রামের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি ডা. সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাজাকাল্লাহ ফাউন্ডেশনের পক্ষে আলমিজ আহমেদ আসিফ, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১৯৯০ সালে চরপাড়া ও মাইলমারী গ্রামে কুমার নদের উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই। মোটরসাইকেল, ভ্যান, আলমসাধুসহ বিভিন্ন যানবাহন চলাচলে ছোট বড় দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের যাতায়াতের নানা সমস্যা হচ্ছে। বিশেষ করে বাজারের দিন জনসাধারণের ভোগান্তির মাত্রা বেড়ে যায় দ্বিগুণ। বক্তারা আরো বলেন, ব্রিজের সংযোগ সড়ক সংস্কার করে জনসাধারণের ভোগান্তি কমাতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত