মেহেরপুরে মহান আল্লাহ তালাকে কটূক্তি করায় হাফিজুল নামের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা এগারোটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হাফিজুল মেহেরপুরের গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের বাবলুর ছেলে।
জানাগেছে, মেহেরপুর প্রেসক্লাবের সামনে জেলা তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিনি নিযে কটূক্তি করার প্রতিবাদে নাস্তিক চঞ্চলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালীন সময় হাফিজুল মহান আল্লাহতালার নামে কটূক্তি করে। এ সময় মানববন্ধনে থাকা জনগণ তাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।