নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। গত মঙ্গলবার রাতে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় নড়াইল যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং নিয়মণ্ডঅমান্য করায় ১৪টি মামলা দায়ের, ১১টি মোটরসাইকেল আটক এবং বিভিন্ন যানবাহনের ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন বেনাপোল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ভারতীয় অবৈধ কসমেটিক সামগ্রী আটক করা হয়।