ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জ পৌরসভায় রেকর্ড কর আদায়

ঈশ্বরগঞ্জ পৌরসভায় রেকর্ড কর আদায়

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌরসভা কর আদায়ের ক্ষেত্রে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। চলতি অর্থবছরে পৌরসভায় রেকর্ড পরিমাণ কর আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। আগের বছর যেখানে কর আদায়ের পরিমাণ ছিল ৫৪ লাখ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি টাকারও বেশি। এই সাফল্যের মূল চালিকাশক্তি ছিল ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেনের নেতৃত্বে গৃহীত বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সৎ ব্যবহার। কর আদায় প্রক্রিয়ার সহজ পদ্ধতি চালু এবং নিয়মিত প্রচারণা চালানোয় জনগণের মাঝে কর প্রদানে আগ্রহ ও সচেতনতা বেড়েছে। এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্থানীয় জনপ্রতিনিধি, কর বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ। নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার ব্যবহারের ফলে কর প্রদানকারীদের জন্য প্রক্রিয়াটি সহজতর হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘আগে কর দিতে নানা ভোগান্তি হতো, এখন অনেক সহজ হয়েছে। প্রশাসনের স্বচ্ছতা ও সহযোগিতা আমাদের আগ্রহী করে তুলেছে। আমরা বুঝতে পারছি, এই অর্থই আমাদের এলাকার উন্নয়নে ব্যবহার হচ্ছে। ঈশ্বরগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী রাজিব আহমেদ বলেন, আমাদের বর্তমান পৌর প্রশাসক মহোদয় পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে তার দূরদর্শিতা, কর্মদক্ষতা ও পরিশ্রমের সুফল ভোগ করবে ঈশ্বরগঞ্জ পৌরবাসী। স্যারের দিকনির্দেশনায় আমরা গত ৭ মাসে প্রায় ১ কোটি টাকা কর আদায় করতে সক্ষম হয়েছি যা এরই মধ্যে ২৬ বছরের রেকর্ড ছাড়িয়ে। ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক (ভূমি কর্মকর্তা) ইকবাল হোসেন এই অর্জন সম্পর্কে বলেন, এটি নিঃসন্দেহে ঈশ্বরগঞ্জ পৌরসভার জন্য একটি বড় অর্জন। নাগরিকদের মধ্যে কর প্রদানে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, তা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই এই ধারা আগামী দিনগুলোতেও বজায় থাকুক।

কর আদায়ের সফলতার বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সফলতা নির্ভর করে টিম ওয়ার্ক আর আন্তরিকতার উপর। আমি যোগদানের পর টিমওয়ার্কের উপর বেশি গুরুত্ব দিয়েছি। সবাই মিলে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্যই এ সফলতা অর্জিত হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভার এই রেকর্ড সাফল্য কেবল স্থানীয় পর্যায়ের নয়, বরং দেশের অন্যান্য পৌরসভার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত