ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদের মধ্যে ১০টিতেই জয় ছিনিয়ে নিয়েছেন তারা। বাকি দুই পদে বিজয় পেয়েছে জামায়াত-সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ। তবে আওয়ামী লীগ ও তার শরিক দল এ নির্বাচনে বিরত থাকেন। গত মঙ্গলবার সমিতির নিজস্ব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাতেই শুরু হয় গণনা, গভীর রাতে প্রকাশিত হয় ফলাফল। এবারের নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সবগুলো পদে প্রার্থী দিলেও ঐক্য পরিষদ অংশ নেয় ১০টি পদে। মোট ভোটার সংখ্যা ছিল ২৫৯ জন।