প্রায় ৪০ বছরের আইনি লড়াই শেষে আকবরিয়া তাদের বেদখল হয়ে যাওয়া দুই শতক জমির দখল ফিরে পেয়েছে।
গত মঙ্গলবার বিকালে বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকায় আদমদিঘী সহকারী জজ আদালতের নির্দেশে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট কমিশনার আব্দুল লতিফ এবং পুলিশের একটি দল আকবরিয়া কর্তৃপক্ষকে উক্ত জমির দখল বুঝিয়ে দেন।
১৯৮৭ সালে জমিটি দখল হয়ে যাওয়ার পর আকবরিয়া কর্তৃপক্ষ মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও প্রমাণ উপস্থাপনের পর ২০২৪ সালের ১৭ নভেম্বর আদালত আকবরিয়ার পক্ষে রায় ঘোষণা করেন। এরপর ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি আদালত জমি দখলের জন্য অ্যাড. আব্দুল লতিফকে কমিশনার হিসেবে নিয়োগ দেন।
তবে জমির আগের দখলদাররা আদালতের রায়ের বিরোধিতা করে বাধা প্রদান করেন, যা থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে কোর্ট প্রশাসনের হস্তক্ষেপে জমির ওপর থাকা ডাল মিল ঘরে তালা লাগিয়ে দখল বুঝে নেয় আকবরিয়া কর্তৃপক্ষ।