কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস নবপল্লব প্রকল্পের উদ্যোগে ও দাতা সংস্থা যুক্তরাজ্য সরকারের আর্থিক সহায়তায় সুন্দরবন উপকূলীয় খুলনার কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ২০ লাখ ২ হাজার ৫২৫ টাকা ব্যয়ে ১.৭ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খাল খনন কর্মসূচির উদ্ধোধন করা হয়। সিএনআরএসের উপজেলা ম্যানেজার মুস্তাক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শুভ বিশ্বাস, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, ওসি (তদন্ত) মো. শাহ আলম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার গোলাম নবী, পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ মল্লিক, নবপল্লব প্রকল্পের শিহাব বিন হাবীব, ইউপি মেম্বর মিজানুর রহমান খোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, খাল পুনঃখননের ফলে বৃষ্টির পানি সংরক্ষণ করা সম্ভব হবে ফলে আগের তুলনায় কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে শুস্ক মৌসুমে এখানকার কৃষকেরা খালের পানি ব্যবহার করে ধান, তরমুজসহ সব ধরনের ফসল ও সবজি উৎপাদন করতে সক্ষম হবেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইসি কমিটির সদস্যরা, এনজিও প্রতিনিধি, স্থানীয় কৃষকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।