ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পরিকল্পনা প্রণয়ন সভা

পরিকল্পনা প্রণয়ন সভা

সোনাগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় গত মঙ্গলবার পৌর শহরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা কার্যালয়ে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলালের সভাপতিত্বে ও পিএফজি সমন্বয়কারী শেখ আবদুল হান্নান ও সাংবাদিক আমজাদ হোসাইনের যৌথ সঞ্চালনায় সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর উপজেলা শাখার হাফেজ মো. হিজবুল্লাহ, জাতীয় পার্টির মজিবুল হক মানিক, ধর্মীয় নেতা সমর দাস, এনজিও প্রতিনিধি ফরিদা ইয়াসমিন, শাহীদ ফরিদ, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম। সভায় সর্বসম্মতিক্রমে চারজন অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়। তারা হলেন- পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. হিজবুল্লাহ, সংবাদিক আমজাদ হোসাইন ও এনজিও প্রতিনিধি ফরিদা ইয়াসমিন। সভায় সোনাগাজী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সোনাগাজী উপজেলা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক বাহার উল্লাহ বাহার, জাবেদ হোসাইন মামুন, সালাহ উদ্দিন, আবছার সোহাগ, আলমগীর হোসেন, মাহমুদুল হাসান, ওমর ফারুক, বায়জিদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত