মেহেরপুরে স্ত্রী রওশনারা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী তসীমউদ্দীনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত তসীমউদ্দীন সদর উপজেলার চাঁদবিল গ্রামের দেলু শেখের ছেলে। মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২৬ এপ্রিল রাতে তসীমউদ্দীন তার স্ত্রী রওশনারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। তিনি স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন লাশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রথমে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হলেও ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের প্রমাণ পাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। পরবর্তীতে নিহতের ছেলে রাজন ২০১৭ সালের ৮ জুন একটি নতুন এজাহার দাখিল করেন।