ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

উচ্ছেদ নিয়ে টিএমএসএসের সংবাদ সম্মেলন

উচ্ছেদ নিয়ে টিএমএসএসের সংবাদ সম্মেলন

বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থাপনায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে উচ্ছেদকৃত অংশ টিএমএসএসের নিজস্ব সম্পত্তি বলে জানানো হয়। গতকাল টিএমএসএস কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিসিএল গ্রুপের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার মোহাম্মাদ বলেন, উচ্ছেদকৃত শেডটি টিএমএসএস-এর নিজস্ব কবলা সম্পত্তির অংশ। তিনি জানান, উক্ত জমি ৩০ বছর পূর্বে টিএমএসএস সরকার হতে লীজ গ্রহণ করে নিয়মিতভাবে ভোগদখল করে আসছে এবং এই সম্পত্তির মালিকানা নিয়ে একটি মামলা চলমান রয়েছে, যেখানে টিএমএসএস আদালতে ২০০৯ সালে ডিক্রি লাভ করে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড একতরফাভাবে পরিমাপ করে একটি শেডের অংশকে নদীর জমি হিসেবে চিহ্নিত করে এবং জেলা প্রশাসন ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে একটি উচ্ছেদ নোটিশ জারী করে।

বর্তমানে উক্ত মামলাটি বগুড়ার জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু আদালতে বিচারাধীন থাকাবস্থায় এবং পূর্বনোটিশ ব্যতীতই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এতে অত্যাধুনিক ও মূল্যবান ভারী যন্ত্রপাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আইনানুগ প্রক্রিয়ায় ফ্যাক্টরি স্থাপনের জন্য প্ল্যান পাস, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র ইত্যাদি সহ প্রয়োজনীয় সব অনুমোদন নিয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন হঠাৎ উচ্ছেদ অভিযান পরিচালনার ফলে প্রতিষ্ঠানটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং ফ্যাক্টরি চালু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত