গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় সংহতি প্রকাশ করে র্যালিতে মুসলমানদের পাশপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহানগর বিএনপির র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতাইগঞ্জ নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকার সঙ্গে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশ গ্রহণ করেন। র্যালি শেষে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আছি। সা¤্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। তাদের অন্যায়ের প্রতিবাদে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমরা আশা করছি, পৃথিবীর সব গণতান্ত্রিক দেশ প্রতিবাদ জানাবে। এসময়ে অন্যান্য বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন, গাজা ও রাফায় নির্বিচারে শিশুসহ গণহত্যা বন্ধ, যুদ্ধাপরাধের দায়ে ইসলায়েল সরকার প্রধানের যথাযথ বিচার, ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার আহ্বান জানান। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।