শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শিরিনা বেগম (৩৮) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিরিনা রেহাইঅষ্টধর এলাকার সোহেল রানার স্ত্রী ও এসএসসি পরীক্ষার্থী সাদিয়া আক্তার বৃষ্টির মা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে সাদিয়া আক্তার বৃষ্টিকে নকলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে চরবসন্তি এলাকায় পৌঁছলে ব্যাটারিচালিত দ্রুতগামী একটি অটোরিকশা পিছন থেকে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পরেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মো. উমর ফারুক বলেন, ‘পরীক্ষার কেন্দ্রের সার্বিক বিবেচনায় পরীক্ষা চলাকালে মায়ের মৃত্যুর খবরটি পরীক্ষার্থী মেয়েকে জানানো হয়নি। তবে পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হয়েই মায়ের মৃত্যুর খবর পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে। প্রথম দিনের পরীক্ষাটি সাদিয়া আক্তার বৃষ্টির ভালো হলেও সদ্য মা-হারা মেয়েটির পরের পরীক্ষাগুলো ভালো করার বিষয়ে শঙ্কা দেখা দিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহালের রিপোর্ট প্রস্তুত করেন।