ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ফেনী সীমান্তে পাঁচ মাসে ছয় আফ্রিকান আটক

ফেনী সীমান্তে পাঁচ মাসে ছয় আফ্রিকান আটক

ফেনীর পরশুরাম-বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় গত ৫ মাসে ধরা পড়েছে ৬ জন বিদেশি নাগরিক। এদের সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তারা বাংলাদেশ ও ভারতের মানব পাচারচক্রের যোগসাজশে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। কি কারণে, কেন তারা অবৈধভাবে প্রবেশ করছে তার সঠিক তথ্য জানে না পুলিশ প্রশাসন।

জানা যায়, এখন পর্যন্ত বিজিবির হাতে আটক কারো কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। আটককৃত বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছেন এমন একজন পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তাদের পাসপোর্ট ও কাগজপত্র হারিয়ে যায়, মোবাইলফোন নষ্ট থাকে। তারা এ সব কথা জিজ্ঞাসাবাদে বলে থাকে। আদালতে মানবপাচারকারী ও আইনজীবীদের শিখিয়ে দেয়া এ সব কথা সবাই বলে থাকে। এ সব তথ্য আদালতে উপস্থাপন করা হলে, তারা সহজে মুক্তি পেয়ে যায়। যোগাযোগের জন্য তারা বিভিন্ন দেশের নাম্বারের হোয়াটসআপ ব্যবহার করে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ফেনীর পরশুরাম সীমান্তে গত ১ নভেম্বর ২০২৪ থেকে ২০২৫ সালের ৭ এপ্রিল পর্যন্ত ৬ জন বিদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার নাগরিক আমিনা শাহবানী (৩৩) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাসপোর্ট ও ভিসা ব্যতিত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত