ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

যমুনা সার কারখানার ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

যমুনা সার কারখানার ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

জামালপুরে সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সারকারখানার প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সার আত্মসাতের ঘটনায় বরখাস্ত বাণিজ্যিক ব্যবস্থাপক ওয়ায়েছুর রহমানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছে দুদক। জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা বৃহস্পতিবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাকি আসামিরা হলো- যমুনা সারকারখানার সহ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) মাঈন উদ্দিন, উপসহকারী কারিগরী কর্মকর্তা/ পালা বদল প্রধান হারুন-অর-রশিদ, উপ-সহকারী কারিগরী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী বিক্রয় কর্মকর্তা বজলুর রশীদ খান ও অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) খোকন চন্দ্র দাস। মামলায় উল্লেখ করা হয়- আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ও মিথ্যা তথ্য দিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানী লি. এর ১৮ হাজার ৯১৬.৪৫ মেট্রিক টন ইউরিয়া সার আত্মসাত করে। যার সরকারি মূল্য ২৯ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৩৫২.২৪ টাকা। কিশোরগঞ্জ দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল হোসেন বাদী হয়ে ৮ এপ্রিল জামালপুর আদালতে ৬ জনের বিরুদ্ধে এই মামলাটি করেন। এ ব্যাপারে জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা বলেন, দুদক দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে তদন্ত করছিল, বিভিন্ন অভিযোগ প্রমাণ হওয়ার পর মামলাটি করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত