ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বৈশ্বিক জলবায়ু ধর্মঘট

বৈশ্বিক জলবায়ু ধর্মঘট

ফরিদপুরে জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনার দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল দশটায় বিডি ক্লিন ফরিদপুর ওরগানাইজেশন এর উদ্যোগে, বিডি ক্লিন ফরিদপুর শাখার সমন্বয়ক তিহান আহমেদের সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কারুশিখা ডেভলপমেন্ট সোসাইটির উলফাত জাহান শান্তা, সোশাল অর্গানাইজেশন ফরিদপুর শাখার দিদারুল ইসলাম, রঙিন সুতা যুব উন্নয়ন সংস্থার সোনিয়া সুলতানা ইউথ নেট ফরিদপুরের শাহরিয়ার মাহিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন- বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ২০২৫ কে সামনে রেখে আমাদেরকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং বিনিয়োগ বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলছে। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমাদের নবায়নযোগ্য জ্বালানি উৎসের দিকে বিশেষ মনোননিবেশ করা উচিত। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে না। আমাদের নিজেদের অসাবধানতা ও অসচেতনা জলবায়ু ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে পৃথিবীর জলবায়ুর প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে।

ফলশ্রুতিতে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। তাই আমাদের দেশে পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু বিশুদ্ধ রাখতে জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনার উদ্যোগ গ্রহণ করা উচিত। অনুষ্ঠানে পরবর্তী পর্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত