ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষককে বিদায় সংবর্ধনা

শিক্ষককে বিদায় সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনে সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে গত বুধবার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তাহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সোনাগাজী উপজেলা ইউ আর সি ইনস্ট্রাক্টর হাজেরা খাতুন, উপজেলা বিএনপি নেতা, মনগাজী বাজার বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সোনাগাজী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নুর আলম খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাবিব উল্যাহ ও অভিভাবক সদস্য মামুন পাটোয়ারী।

ফেনী জেলা স্কাউটস সম্পাদক বেলাল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী, প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার নিজাম উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন ও সহকারী শিক্ষক শেখ শাহাদাত হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত