৫ লাখ ইয়াবাসহ ২১ কারবারি আটক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের কলাতলী সমুদ্র উপকূলে কোস্ট গার্ড ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবাসহ ২১ জন ইয়াবা পাচারকারী আটক করেছে। গতকাল কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে কোস্ট গার্ড ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বীচ সংলগ্ন সমূদ্র উপকূল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত দিলে তা অমান্য করে বোট দুটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় একজন মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল বোট দুটিকে ঘণ্টাব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। আটক বোট দুটি তল্লালি চালিয়ে বোটের ভিতর কাঠের পাটাতনের নিচে রক্ষিত বরফের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লাখ ইয়াবাসহ ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।