ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
গাজার রাফায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ সালাহউদ্দিন মুসলিম সচেতন নাগরিকদের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে খেলাফত মজলিস পৌর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
পৌর শাখার সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান আনাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাওলানা শেখ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। ফিলিস্তিনের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনিদেরই ক্ষতিগ্রস্ত করেনি, প্রতিটি মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। ইসরায়েলকে আর্থিকভাবে দুর্বল করতে সারা বাংলাদেশ তথা মানিকগঞ্জে ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করতে হবে।তিনি আজ শনিবার গাজার জন্য অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করতে সব ধর্মপ্রাণ মুসলমানদের ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক বলেন, বর্বর ইসরাইল অবৈধভাবে মুসলমানদের হত্যা করছে, এতে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত এবং কলিজায় আগুন জ্বলছে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সভাপতির বক্তব্যে মাওলানা শেখ মাহবুবুর রহমান বলেন, বিশ্বের মোড়ল ও জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নীরব থাকলে তাদের কোনো প্রয়োজন নেই। সভায় আরো বক্তব্য রাখেন- জেলা শাখার সহ-সভাপতি মুফতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেওয়ান তানজিল আহমদ ও শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা জাবের আল সাফাসহ অন্যান্য নেতারা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় খেলাফত মজলিসের কয়েকশ নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।