স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার মেহেরপুর সদর থানায় মামলা করার পর অভিযুক্ত মোশারফ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলাটি করেন। সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে মোশারফকে আটক করা হয়। পরে তাকে আদালতে নেয়া হলে সে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক শারমিন নাহার তার স্বীকারোক্তি রেকর্ড করেন।