ঢাকা রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শহরের বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপান চত্বরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গত শুক্রবার সন্ধ্যার দিকে প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন ওই ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আয়োজিত এ বাণিজ্য মেলার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে দেখছি এবং সংশ্লিষ্ট প্রশাসনও নজর রাখছে। এ মেলার দোকানিদের পণ্য সামগ্রীর বেশি দাম না রাখতে অনুরোধ করা হয়েছে। আশা করছি সময় যত গড়াবে ততই এবারের এ মেলা আরো জমে উঠবে এবং মা-বোনদের নিরাপত্তার বিষয়ে দৃষ্টি রাখা হবে সবসময়। এতে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজিব সরকার, সিনিয়র মুখ্য সংগঠক সচিব সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবাইর আল ইসলাম সেজান প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল শনিবার সকাল থেকে এ মেলা জমে উঠছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত