ঝালকাঠি সদর উপজেলার রমানাথপুর গ্রাামে ভাবিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেবরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ। মামলার পর ওই নারী অভিযোগ করেছেন, আসামি তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে এবং মামলা তুলে নেয়ার হুমকি দেয়। মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাড়ির সামনের একটি কক্ষে ওই নারী ধর্ষণচেষ্টার শিকার হন। অভিযুক্ত দীন মোহাম্মদ খান ওরফে রাজু (৩৫), পিতা মঞ্জুর হোসেন খান। সম্পর্কে তিনি বাদীর দেবর এবং একই এলাকার বাসিন্দা। বাদী কনা বেগম (৪৪) আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাজু তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এমনকি বিদেশে থাকার সময়ও হোয়াটসঅ্যাপ ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন এবং ধর্ষণের হুমকি দিতেন। ঘটনার দিন রাজু হঠাৎ বাদীর ঘরে ঢুকে মুখ চেপে ধরে জোরপূর্বক জড়িয়ে ধরেন। এরপর অশালীন মন্তব্য করে কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাদী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে রাজু পালিয়ে যায়। ঘটনার পর রাত ৯টার দিকে থানায় গেলে পুলিশ বাদীকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরদিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঝালকাঠী আদালতে বাদী লিখিত অভিযোগ করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক ঝালকাঠি সদর থানা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পরে এসআই আসাদুল ইসলামকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়। মামলায় বাদী পক্ষের নাছিমা বেগম, সিয়াম খান, মরিয়ম বেগম, মো. শাহ আলমসহ স্থানীয় আরও কয়েকজন সাক্ষী হন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।