ঢাকা রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়ার একটি ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে এগুলো খোয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘স্থানীয় লোকজন একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও সরঞ্জামগুলো দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে সেখান থেকে একটি দুনলা বন্দুক, একটি হেলার, একটি গ্যাস মাস্ক, দুটি গামবুট, একটি রেলিং পাইপ, একটি লেগগার্ড এবং দুটি অস্ত্রের সিনিং উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত