ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

কুষ্টিয়া জেলা বিএনপির ‘বিতর্কিত ও মেয়াদোত্তীর্ণ’ কমিটি বাতিল এবং সবার অংশগ্রহণে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা। একই সঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে আগামী বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন তারা। গতকাল শনিবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম উল হাসান অপু বলেন, কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে তিন মাসের যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে।

আমরা চাচ্ছি, এই কমিটি দ্রুত বিলুপ্ত করে নতুন কমিটি দেয়া হোক। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সম্পূর্ণ ব্যর্থ দাবি করে বিএনপির ত্যাগী এই নেতা বলেন, কুতুব-জাকিরের মামা-ভাগনে কমিটি আজ পর্যন্ত একটা ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটিও দিতে পারেনি। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, বিগত সরকারের আমলে আমাদের দলের অনেক নেতাকর্মী অন্যায়-অত্যাচার, নির্যাতন এমনকি হত্যার শিকার হয়েছেন। কিন্তু বর্তমান কমিটি কারও বিচারের দাবিতে মাঠে নামেননি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মারা যান আমাদের বিএনপির ত্যাগী নেতা এমএ শামীম আরজু ভাই। আজকে এখান থেকে আমরা তার বিচার দাবি করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত